তোমার অজানা ডাকে,
নিশাচর দল সূর্যের প্রেমে
আলো মাখে ডাল ফাঁকে।

তোমার মায়াবী টানে,
নিশিদিন বুধ তীব্রতা সয়ে
পিছু ফিরে এক মনে।

তোমার স্বপ্ন মেখে,
নিশানার দেব দিক ভুল করে
ধনুকে গুটিয়ে রাখে।

তোমার নূপুর নাচে,
নিশীথের প্রেম বাতাসে ছড়িয়ে
বৃক্ষ মত্ত সাজে।।