আমি গঙ্গার ঘাটে, নির্জনে বসি
কল্পনা চষি
জোয়ারেতে ভাসি
কচু-লতা বনে
খেলি এক মনে, তারার আদলে খসি।


আমি উঁচু পাহাড়ের সবুজ সোপানে
চায়ের বাগানে
আদিবাসী গানে
একা রই বসে
যোদ্ধার দেশে, পাখিদের কলতানে।


আমি সন্ধ্যায় আসি, সমুদ্রতটে
বাতাসেরা ছোটে
ঢেউয়েরা ওঠে
চোখ বুঝে শুনি
গর্জন ধ্বনি, নীতিবোধ জেগে ওঠে।


আমি ভিজে রাস্তার প্রান্তর ধরে
শ্রাবণের ভোরে
হাঁটি ধীরে ধীরে
লেজঝোলা ডাকে
টিপ টিপ ফাঁকে, ছাতায় বগলে করে।


আমি সবুজ ক্ষেতের আলপথে যাই
লোকগীতি গাই
সবুজে হারাই
কাঁচা ধান শীষ
বলে ফিসফিস, আবার আসিও ভাই।


আমি শিমুল পলাশ মহুলের কোলে
দেখি চোখ মেলে
বসন্ত দোলে
রঙের বাহারে
প্রেয়শী তোমারে, আবছা চিনেছি ফেলে।