তার নাম বাংলাদেশ
শেখ খলিলুর রহমান


শেখ মুজিব যার অগ্নিঝরা ডাক,
খতম করলো হাজার হাজার পাক।
মুক্ত হলো বাংলাদেশ হারলো পাকিস্তান,
জিতলো সারা বাংলাদেশের সাহশী সন্তান।
বুঝলো সবাই শেখ মুজিবের অমর কৃর্তি বানি,
রচনা হয় নতুন স্বদেশ সোনার বাংলা খানি।
রইলো মুজিব সবার মনে দিক বিজয়ী বীর,
হয়না তাঁহার তুলনা সে গর্ব পৃথিবীর।
মাথায় তাঁহার স্বদেশ প্রীতির রাঙানো আবেশ,
নন্দিত এই মুজিব মনেই সোনার বাংলাদেশ।


এটি একটি Acrostic কবিতা এই কবিতার প্রত্যেক লাইনের প্রথম বর্ন মিল করলে জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান হয়


কাব্যগ্রন্থঃ মুজিবগাথা


সংগ্রহের জন্য যোগাযোগঃ ০১৭১১০৪৭৪৮৬