পঁচাত্তরের দাগ
শেখ খলিলুর রহমান


শেখের বুকে রক্ত ঝরে বত্রিশের বাড়ি
খবর শুনে কেঁদে ওঠে এই দুনিয়াদারি।
মুজিব সেরা মুজিব সেরা রব ওঠে চারদিকে,
জিন্দা পিসাজ একটি বারও তাকায়নি তার দিকে।
বুলেট দিয়ে ঝাজরা করে জাতির পিতার বুক
রক্ত চোষা বেইমানেরা খুজে ছিলো সুখ।
রক্ত আজো চোখে ভাসে যতই পুরান হোক,
হয়নি ভোলা তাইতো আজো জাতির পিতার শোক।
মাথায় নিয়ে ঘুরে বেড়াই সেই শোকেরই আগ,
নয়ন বুজলে আজো দেখি পঁচাত্তরের দাগ।


জাতির পিতাকে নিয়ে লেখা আমার একটি Acrostic কবিতা, এই কবিতাটির প্রত্যেক লাইনের প্রথম শব্দগুলো মিল করলে "শেখ মুজিবুর রহমান" হয়।


কাব্যগ্রন্থঃ মুজিবগাথা।