মোশতাকেরা পোষ মানে না
শেখ খলিলুর রহমান


শেখ মুজিবুর ভালোবেসে মানিয়ে ছিলো পোষ তাকে,
খতরনাক যে পোষ মানেনা প্রমান দিল মোশতাকে।
মুখে মধু অন্তরে বিষ মুজিব সেটা জানতোনা,
জিভে ফেনা তুলে তারে মোশতাকে দেয় সান্তনা।
বুদ্ধি করে শেখের ঘরে মারবে হানা এক রাতে,
রক্তে ভাসুক শেখ পরিবার গলা ধরে এক সাথে।
রচনা হয় বুদ্ধিতে তার শেখের বাড়ি অন্ধকার,
হয় ক্ষমতায় আসীন শেষে নর পিচাস খন্দকার।
মানেনা পোষ মোশতাকেরা বুঝতে হবে নতুনদের,
নইলে আবার পচাত্তরের মত এরা করবে ফের।


কাব্যগ্রন্থঃ মুজিবগাথা,


জাতির পিতাকে নিয়ে লেখা আমার একটি Acrostic কবিতা, এই কবিতাটির প্রত্যেক লাইনের প্রথম শব্দগুলো মিল করলে "শেখ মুজিবুর রহমান" হয়। এভাবে একশত acrostic কবিতা যার সব গুলোরই প্রথম লাইন গুলো মিল করলে শেখ মুজিবুর রহমান হয়। এই একশত কবিতা নিয়ে বাংলা সাহিত্যে আমার প্রথম Acrostic কাব্যগ্রন্থঃ মুজিবগাথা প্রকাশ হয়েছে সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন ০১৭১১০৪৭৪৮৬ অথবা রকমারি.কম এ।