আসিছে করিতে স্নান ব্রাহ্মণ সন্তান
বেদ মন্ত্রে পড়ে ।
চলে আসে গুটি গুটি হাতে পিতলের ঘটি
গায়ে তার নামাবলি উড়ে  ।
বয়ে চলে ছোট নদী স্বভাবে সে শান্তমতি
জল তার স্বচ্ছ পরিষ্কার  ।
এক দল  রাখাল ছেলে খেলা করে আনন্দে  জলে
বামুন এসে করে তিরস্কার ।
হয়ে তোরা ছোট জাত করিস বড় উৎপাত !
নিজ জাতের ভয় তোদের নাই ,
আমি যে করিব স্নান কর তোরা  প্রস্থান  
পুজায় মোর দেরী হয়ে যায় ।
তোদের ছেটান জল লাগে যদি একতল,
অশুচি হব আমি  ক্ষনে ।
পুজা মোর হবে না তবে সরে যা তোরা সবে
করি আমি স্নান  সুদ্ধ মনে ।
নির্বাক শিশু তারা বোঝেনা আগা গোড়া
ধীরে ধীরে উঠে আসে তীরে ।
হয়েছে এরা ছোট জাত সমাজ করে করাঘাত
লাঞ্ছিত হয় বারে বারে ।
একদিন ব্রাহ্মণ তনয় বিপদে পড়ে করে বিনয়
জল বিনা প্রাণ নাহি বাঁচে ।
হেন কালে ছোট শ্রেণী ছুটে আসে তক্ষনি-
দেখে,  ব্রাহ্মণ পড়ে আছে নিচে ।
জল ছাড়া যায় প্রাণ আমি প্রভু জাতে খান
মোর জলে যাবে তব জাত ।
শুনে কথা ব্রাহ্মণ  বলে প্রাণ মোর যায় চলে
ছোট বড় নাই কারো সাথ ।