পৃথিবীতে এমন কোন
নাইকো দেশ,
সকলে একসঙ্গে থাকি
আছে সম্প্রীতি বেশ।
নানা জাতি নানা ভাষায়
সকলে কথা বলে,
অন্যের উপকারের কথা
কভু নাহি ভুলে।
পাহাড়-পর্বত শস্য শ্যামল
দেয় আনন্দমনে,
সকল জাতির সমঅধিকার
মোদের সংবিধানে।
ভারতীয় বলে মাথা তুলে
গর্ব করতে পারি,
ধন্য হয়ে যাবে যদি
এই দেশেতেই মরি।