তুমি        যেমনটি চাও হবেই হরি।
আমি       অকারণে ঘরের কোণে
                   আপন মনে ভেবেই মরি।
             যা ঘটল, যা ঘটবে আরো
                  আপন হাতে নেই তো কারো,
             আঁধার আলোয় মন্দ ভালোয়
                  তোমায় যেন স্মরণ করি।
তুমি        যেমনটি চাও হবেই হরি।


              তোমার জগৎ, তোমারই পথ
                     তোমার কৃপায় আমরা হাঁটি।
              কাজ কী ভেবে ক্ষুদ্র মাথায়
                      এ সংসারে খুঁটিনাটি।
              তোমার চরণ ধরলে বুকে
                       মানব জীবন কাটবে সুখে,
              দিন যত যায় তোমার সুধায়
                       যেন হৃদয় পাত্র ভরি।
তুমি         যেমনটি চাও হবেই হরি।
                ----------------