জানি না কেন যে
    কী রসের খোঁজে
         কবিতা কবিতা করি,
এ কেমন রোগ !
     পেলেই সুযোগ
            স্বভাবে কলম ধরি।
নিয়ে ব্যাকুলতা
       লিখব কী কথা
             নিজেও কি আমি জানি !
যেন কোথা হতে
       ছন্দের স্রোতে
               আসে মিল, আসে বাণী।
লিখে কিছু শেষে
      কী যেন আবেশে
              মন ভ'রে ওঠে দেখি।
ভাবি না কখনো
       উঁচু, সেরা কোনো
            কবিতা হয়েছে সে কি?
কথার পিছনে
      কথা আনমনে
            এসেছে ছন্দে মিলে,
এ-ই মধুরতা,
        তা-ই সফলতা
              গেঁথে কথা তিলে তিলে।
                      ---------------