ও দাদারা ও দিদিরা
        ফোটান মুখে হাসি।
টাটকা হাসুন, হাসুন তাজা,
        না হয় যেন বাসি।
থাক বা না থাক অঢেল টাকা
        মস্ত প্রাসাদ বাড়ি,
মুখটা যেন গোমড়া না হয়
        না হয় তাতে ভারি।
কোপ্তা কাবাব দুই বেলা রোজ
        নাই বা খেলেন পাতে,
হাসি মুখে চচ্চড়ি ডাল
        খান-না গরম ভাতে।
তাইতে কি সুখ কম পাওয়া যায়
        হয় কি জীবন মিছে?
মানুষ যে হায় মিথ্যে ছোটে
        ভোগ বিলাসের পিছে।
সে সব ভুলে চলুন বরং
        একটু দেখে আসি
কেমন মধুর হাসছে রবি,
        হাসছে ফুলের রাশি।
ও দাদারা ও দিদিরা,
        বাঁচতে হলে সুখে-
তাই তো ফোটান একটু সরল
         টাটকা হাসি মুখে।
         -------------