কত লোকে আছে
পথে আগে পাছে,
কেউ সাদা কেউ কালো।
কতজনে দাদা
অন্তরে সাদা!
প্রকৃতই লোক ভালো?
এ জগতে হায়
ক'জনে বা চায়
অপরের উন্নতি!
কতজনে পারে
পর উপকারে
মেনে নিতে নিজ ক্ষতি?
প্রত্যেকে ভাবে
কী ক'রে সে পাবে
আরো যশ, টাকা কড়ি,
উঁচুতে যে আছে
ছোটা তারই কাছে,
তারই হাত ধরাধরি।
প'ড়ে আছে পিছে,
যে রয়েছে নিচে,
বাধা পেয়ে গেছে ঠেকে-
সহৃদয় মনে
দেয় কতজনে
এতটুকু, তাকে দেখে!
------------