একালের বহু ছোকড়া কবিরা
কী যে আজেবাজে বকছে।
ঠকছে পাঠক, আর সে কবিরা
নিজেরাও তারা ঠকছে।
ছন্দ খোঁজে না, ভাষাও বোঝে না
তবু তারা লিখে চলছে,
পাঠক কী বলে, না শুনেই তারা
নিজেদের কবি বলছে।
কবি হওয়া সে কি ছেলেখেলা নাকি!
কাকে কবি ব'লে ভাবব!
লেখনী ধ'রে কি অত সহজেই
লিখে ফেলা যায় কাব্য?
কবিতার ঢংএ লেখে নানা রঙে
লাল বেগুনি বা নীলচে।
কিন্তু সেখানে রবি, সুকুমার
নজরুল কই মিলছে?
জীবনানন্দ, বিষ্ণু, প্রেমেন
শক্তি, সুনীলও লিখল।
শঙ্খ, নীরেন, জয়কে দেখেও
কতটুকু কে বা শিখল!
----------