আমিও যেখানে
...কবিতা সেখানে
......সাথে সাথে থাকে চলতে,
ছন্দও ভাসে
...মিল ছুটে আসে
......চাইলেই কিছু বলতে।

চলনে বলনে
...হৃদয়ের কোণে
......উঁকিঝুঁকি মারে কাব্য,
অন্য যা কিছু
...ভাবি আগুপিছু
......সাথে তাকে ঠিকই ভাবব।

এই আলো হাওয়া
...নাওয়া শোয়া খাওয়া
......যেমন জীবনে অঙ্গ
তেমনি ক'রেই
...দিবানিশি সেই
......কবিতাও দেয় সঙ্গ।

তাই তো যে হাসে
...কাছাকাছি আসে
......তার সাথে প্রীতি গড়তে
শুনিয়ে দু'কলি
...আমি চাই খালি
......হৃদয়ের ডালি ভরতে।

সেই কলি ফুটে
...ফুল হয়ে উঠে
......ছড়ালে সুরভী গন্ধ
এ জীবনে তবে
...বিকশিত হবে
......কবিতার খাঁটি গন্ধ।
       --------