থাকলে থাকুক, ক’রো না আর দুঃখ তবু কারুর কাছে,
মস্ত বড় এ সংসারে মানুষ হাজার দুঃখে বাঁচে।
দুঃখ টাকার, গরিব থাকার
           মাস ফুরোলে পকেট ফাঁকার,
দুঃখ সবার, মামার কাকার, হাহাকার আর কার-না আছে!
থাকলে থাকুক, ক’রো না আর দুঃখ হে মন, কারুর কাছে।

দুঃখ নিয়ে ভাববে যত, বাড়বে তত দুঃখ মনে,
একটু তাকাও, চোখ মেলে চাও, সূর্য হাসে ঐ গগনে।
সেই আলোতে ধন্য হতে
          যাও ভেসে যাও আলোর স্রোতে,
ভরবে হৃদয় আনন্দতে, সব ব্যথা-ভার সমর্পণে।
দুঃখ নিয়ে ভাববে যত, বাড়বে ততই দুঃখ মনে।

রুক্ষ পথে হাজার রকম দুঃখ আছে, তুচ্ছ করো।
বাজছে মহান আনন্দ গান, শুনতে শ্রবণ উচ্চ করো।
মিথ্যে কাঁদন, মোহের বাঁধন
           ছিন্ন করার নিত্য সাধন,
চাই আরাধন, জীবনকে তাই শতদলের গুচ্ছ করো।
রুক্ষ পথে দুঃখ যতই থাকুক,  তাকে তুচ্ছ করো।
         ----------