বহু কবি আর বহু কবিতার ভিড়ে
অচেনা পাঠক পড়ে কার লেখাটিরে!
রোজ লেখা হয় শয়ে শয়ে কবিতাকে,
হেলা ভরে কাকে ফেলে দেওয়া যায়
            মনে রাখা যায় কাকে!
প্রতিটি কবিতা খুঁজে খুঁজে প'ড়ে যাওয়া-
ব্যস্ত এ কালে যাবে কি সহজে
            এতটা সময় পাওয়া?
অথচ আসরে প্রত্যেক কবি
            আবেগে কবিতা লিখে-
আশা করে সেটা পড়া হোক দিকে দিকে।
ভাবে তার লেখা প'ড়ে-
প্রিয় পাঠক আর বহু পাঠিকার
             অন্তর যাক ভ'রে।
প'ড়ে যদি বলে লেখাটি হয়েছে ভালো
কবির হৃদয়ে ছড়াবে তৃপ্তি,
             আহা কী দীপ্তি আলো।
কিন্তু সহজে সহসা ঘটে না সেটা,
কারণ কবিরা অনেকেই নয়
              নামকরা কেউকেটা।
হায় রে বেচারা কবি!
মিছে হয়ে যায় এত অনুরাগ
              বৃথা হয়ে যায় সবই।
নিজ নাম ফেলে কবি তাই ফেরে
              কবিতার নাম নিয়ে
যাতে আরো বেশি    মন কাড়া যায়
              পাঠকের তাই দিয়ে।
ভিড়ে ঠাসা ঠাসি এত কবিদের মাঝে,
বুঝে ওঠা দায় কারটা যে ভালো
              কার ততো ভালো না যে।
এত বেশি ক'রে কবি ও কবিতা হলে
থাকতেই হবে পথ চেয়ে ব'সে
              কবে যে কপাল খোলে!
            -------------