আকাশে মেঘের ঘনঘটা দেখে
        নেচে ওঠে কবি-মন,
বিস্মিত চোখে কে করেছে ভাবি
        বৃষ্টির এ আয়োজন।
প্রখর রৌদ্র    তপ্ত আকাশে
        ঝলসে ওঠে না আর,
মায়াবী মেঘের আড়ালে বুঝি সে
        মুখটি লুকাল তার।
তরু লতা-পাতা চাতকের মতো
        চেয়েছিল এত কাল,
কবে জল ভরা মেঘেরা ভাসাবে
        আকাশের বুকে পাল!
পথে ঘাটে ফেরা প্রতিটি মানুষ
        দগ্ধ হয়েছে রোজ,
ঝলসানো দেহে করেছে নিয়ত
        শীতল ছায়ারই খোঁজ।
সঘন আষাঢ় আসে আসে ভেবে
        বহু দিন হল পার,
অবশেষে হল গগনে মেঘের
       আশা ভরা সঞ্চার।
রিম ঝিম সুরে মেঘ কাছে দূরে
        ঝরাল প্রথম জল,
ঐ বুঝি তবে ঝম ঝম রবে
        নামে ধারা অবিরল।
সারা দিন-মান বাদলের গান
        খুশিতে ভরাবে মন,
সুরেলা ছন্দে, কেতকী গন্ধে
        কবিতার আয়োজন।
গড়াবে প্রহর আলসে আবেশে
        কর্ম চিন্তাহীন,
যেন দূর দেশে যাওয়া ভেসে ভেসে
        হয়ে কবি উদাসীন।
       ---------
      'বরষার আয়োজন'