ঘোড়া ছোটে, ঘড়ি ছোটে
গাড়ি ছোটে সজোরে,
শন শন বায়ু ছোটে
পড়ে কি তা নজরে?
দর দর ঘাম ছোটে,
লেখা ছোটে কলমে।
পুড়ে যাওয়া দাগ পুরো
ছোটে কোনো মলমে?
ভয় পেয়ে ছোট খোকা
ছোটে মার কোলেতে,
কামানের গোলা ছোটে,
বল ছোটে গোলেতে।
বড় বড় গ্রহ ছোটে
সূর্যের পাশেতে,
গোটা মহাবিশ্বটা
ছোটে মহাকাশেতে।
ছোটা থেকে ছুটি নেই
ব্যস্ত এ কালেতে,
এত ছোটা সোজা নাকি
তাল রেখে তালেতে!
-------------