এই আসর বেশ কিছু আন্তরিক পাঠক বন্ধু বা নতুন কবি বন্ধুর সাথে যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। বড়ই আনন্দের  কথা। কিন্তু অনেকেরই অভিমান বা অভিযোগ, তাদের পাতায় কেন নিয়মিত যাই না। আসলে এই আসরে আমার যারা প্রিয় কবি তাদের পাতায় নিশ্চয়ই চোখ বুলাই, কিন্তু সময়ের এত অভাব যে সবার পাতায় মন্তব্য ক'রে উঠতে পারি না। অফিসের দায় ঘাড়ে নিয়ে প্রায়ই বাইরে দৌড়োতে হয়। তাই যে দু'চারজন আমায় ভালোবাসে তাদের ভালোবাসা বা মন্তব্য থেকে বঞ্চিত যেন না হই।        
       আড্ডায় কবিতা লেখা বারণ তাই যদিও কিছু বলতে গেলেই ছন্দে বলতে ইচ্ছে করে তবুও নতুন এই আড্ডার পাতায়-
থাকলেও সখ লিখতে কবিতা
চেপে রাখি মনে নিজেই সবই তা।
       যাই হোক নিয়মিত কবি ও সেরা মন্তব্যকারী হওয়া নিয়ে অনেক অভিযোগ বা বিতর্ক চোখে পড়ল। এগুলি ভালো মনের কবিদের কাছে তুচ্ছ ব্যাপার হওয়া উচিত ব'লেই মনে হয়। computerএর পাতায় নাম লেখাতে পারার চেয়ে পাঠকের মনের খাতায় নাম লেখাতে পারাটা বেশি আনন্দের।