কেউ জানে না পারে যাবার
        কার কবে ডাক পড়ে।
বৃন্ত থেকে কখন যে হায়
        নীরবে ফুল ঝরে।
সকাল দুপুর বিকেল বেলা
        কতই হাসি কতই খেলা,
অন্তহীন এই খুশির মেলা
        মনকে ব্যাকুল করে।
নিমেষ যেতে কখন ফুরায়,
        কখন উড়ায় ঝড়ে !


কেউ জানে না পারে যাবার
        কার কবে ডাক পড়ে।
         -------------