রবি ঠাকুর কতই কথা
       উঠল গেয়ে গানে।
নেই কো কথা, সব কথারই
      থাকতে হবে মানে।
কখনো বা দূর দেশী সেই
       রাখাল ছেলে সেজে
গাইল কী গান কে-ই বা জানে,
       উঠল কানে বেজে।
কখনো বা গ্রাম ছাড়া ঐ
       রাঙা মাটির পথে
হারিয়ে যেত বাউল সেজে
       সহজ সাধন মতে।
থাকত নিজেই কান পেতে সে
       মনের গহন দ্বারে
বিবাগি কোন্ ভ্রমর কী গান
       গাইত বারে বারে।
পরাণ বীণায় ঘুমের জালে
       থাকত কত গান-ই
না ছিল তার ছন্দ বাঁধন
       না ছিল তার বাণী।
নিদ্রা হারা রাতের সে গান,
       কন্ঠে সে তান পুরে -
নিজেই কবি ভাবত ব'সে
       বাঁধবে কেমন সুরে।
যতই চাই, আমরা তাকে
       ধরব কেমন ক'রে !
না বোঝা কোন্ স্বপ্ন মায়ায়
       উঠবে হৃদয় ভ'রে।
না-ই বা গেলাম বুঝতে তাকে
       খুঁজতে সঠিক মনে।
সাধ্য কোথায় !   বরং থাকি
       বিভোর গানে গানে।
         -------------