এই ভাবি মনে    এ মহাজীবনে
           কিছুই হল না করা।
এত লিখে তবু হল না তেমন
            একটি কবিতা গড়া।
কেটে গেলো কাল এ দিকে ও দিকে
            কত ছোটাছুটি ক'রে,
ওঠেনি কখনও   এ জীবন  কোনো
             মহা প্রাপ্তিতে ভ'রে।
অনেক কিছুই হয়তো বা আমি
             চেয়েছি মুখের জোরে।
কিন্তু কিছু কি সত্যি চেয়েছি
             চাওয়ার মতোন ক'রে !
সাধ ছিলো শুধু,  নিষ্ঠা ছিল না
              চেষ্টাতে  ছিল ফাঁকি।
বিনা সাধনাতে জীবনের সাধ
              আজও রয়ে গেল বাকি।
ঝ'রে যাবো তবু ভাবি যদি পারি
              এক বারও অন্তত
জীবন বৃন্তে বিকশিত হতে
              একটি ফুলের মতো !
        -------------------