আমরা হলাম দেশের এবং
         দশের ভবিষ্যত,
আজকে ছোট, বড় হয়ে
         কাল দেখাব পথ।
ছোট্টো কুঁড়ি, ভাবছি কখন
         ফুটব হয়ে ফুল।
আমারা নাচি, আমরা খেলি,
         আমারা করি ভুল।
আমরা খুশির ঝরনা হয়ে
         পড়ছি ঝ'রে রোজ,
হাসি খুশির দেশটা কোথায়
         আমরা জানি খোঁজ।
মনটা সবুজ, সহজ সরল
         বুদ্ধি এবং বোধ,
শাসন দিয়ে পথ আমাদের
         কেউ ক'রো না রোধ।
আদর ক'রে হাতটি ধ'রে
          চেনাও যদি পথ -
তবেই হব আমরা দেশের
         যোগ্য ভবিষ্যত।
         -----------