সব কিছুতে ভাগাভাগি হচ্ছে নিয়ম করে
ভালবাসায় ভাগ হয়না সময় বলে গেলে
তোমার জন্য সব ছারতে পারি
বদলাতে পারি নিজেকে
পারবোনা তোমার ভাগ আর কাউকে দিতে।
বলতে পার সার্থপর, বলতে পার হিংসুটে
বলতে পার কিপ্টে আমি,
তোমার ভালবাসা নিতে ।
তোমার জন্য আমি শুধু আর করতো নই
তুমি আমার বিশ্বভ্রম্মান্ড জানতো নিশ্চয়।
ভাগাভাগি হয় কষ্ট, আনন্দে ,কখনোবা সুখের দিন
ভাগাভাগি হয় ছোট্ট বেলায় মায়ের কাছে ঋণ
ভাগ করা যায় বাবার সম্পত্তি
ভাগ হচ্ছে আজ সৃষ্টি কর্তার প্রকৃতি
তোমার ভাগ কাউকে দেবনা এটা আমার ঋতি।
নিজেকে আজ ভাগ করা যায় বিশ্বায়নের যুগে
তুমি বাস গরেছে আমার হৃদয় কোঠরে
তোমাকে আমি ভুলেযাবো ভাবলে কেমন করে
তুমি আমার শুধুই আমার আমিও যে তোমার
প্রশ্নই উঠেনা তোমার ভালবাসা ভাগ করবার।
ভাগ হবে না ভালবাসায়, হোক যাকিছু আজ
তোমায় আমি ভালবাসি তাই আমি মহারাজ
তোমার হৃদয়ে আমার আধিপত্য রবে চিরকাল
তুমি আমার শুধুই আমার, এ আমার অধিকার
ভালবাসায় ভাগ হবেনা আর।