নিজের শরীরের প্রতিটি রক্তের ফোটাকে যারা
জলে পরিণত করেছে,
তারাই তো শ্রমিক।।


নিজের জীবনকে প্রতিষ্ঠানের জন্য যারা
বাজি ধরেছে
তারাই তো শ্রমিক।।


বিরাট বোঝা মাথায় করে যারা
নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে
কারখানায় কাজ করে
তারায় তো শ্রমিক।।


নিজের জীবনকে প্রতিষ্ঠানের জন্য যারা
উৎসর্গ করে
তারায় তো শ্রমিক।।


কিন্তু নিজের জীবনকে বিসর্জন দিয়েও
আাজকে তারা,কি পেয়েছে?
কি পেয়েছে? বল!! কি পেয়েছে?


হ্যা! নিজের জীবনের বিনিময়ে
আজকে তারা পেয়েছে,
শুধুই ঘৃণা আর অবহেলার ঝুড়ি।


এত আন্দোলন,এত সংগ্রাম,এত আত্মত্যাগের পরেও
আজকে তারা অবহেলিত,নির্যাতিত,নিষ্পেষিত।


আর কি করতে হবে?
আার কি চাও তোমরা?
আর কত প্রাণ দিলে,
তোমরা আমাদের অধিকার ফিরিয়ে দেবে?


বল!!   বল!!   বল!!


আমরা প্রস্তুত আছি, প্রাণ দিতে
আমরা প্রস্তুত আছি,
নিজের অধিকার আদায়েের জন্য
শরীরের সমস্ত রক্তকে
জলের ফোটায় পরিণত করতে।।


শুধু একটি দাবি!!
শ্রমিকের অধিকার নিয়ে ছিনিবিনি খেলনা,
ফিরিয়ে দাও!!  ফিরিয়ে দাও!!
আমাদের অধিকার,ফিরিয়ে দাও।