রুপসার তীরে বসে
ভাবি তোমার কথা
জোয়ার ভাটার বাঁকে যেন
তোমার ছবি আঁকা।


রুপসা নদীতে যখন
জোয়ার বয়ে যায়
হৃদয় মোর ভরে ওঠে
তোমারই মায়ায়।


ওগো রুপসা নদী
তুমি যে বড় সতী
ভালবেসে ফিরিয়ে দিয়েছো
হৃদয়েরও গতি।


তুমি যে বাংলার কোলে
জন্ম নিয়েছো
বাংলার হৃদয়কে
ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছো
তুমি কি পার না?
তোমারি প্রবাহ ধারায়
বাংলার সকল জঞ্জাল কে
পরিষ্কার করে দিতে?


এই সন্ধা লগ্নে
তোমারই পাড়ে বসে অনুরোধ জানায়
তুমি বাংলার সকল কলুষিত হৃদয়কে
ধুয়ে মুছে পরিষ্কার করে দিও।