কবিতা আমার মনের আনন্দ
কবিতা আমার প্রাণ।
কবিতা আমার ফুলের গন্ধে
মৌমাছির গুনগুনে গান।


কবিতা আমার ফসলের মাঠে
কৃষকের প্রাণভরা হাসি,
কবিতা আমার মনের টানে
তোমার কাছে ছুটে আসি।


কবিতা আমার বাতাসে ভাসা সুর
কবিতা ফুলের গন্ধ,
কবিতা আমার মনের অজান্তে
ফুটে ওঠা হাজারো ছন্দ।


কবিতা আমার ভোরের শিশির
কবিতা আমার তন্ত্র,
কবিতা আমার অচেনা পথে
পথ দেখানোর সেরা মন্ত্র।


কবিতা আমার পাখির গানের সুর
কবিতা আমার ভাষা,
কবিতা হলো কবির মনের প্রেম,
আর বেঁচে থাকার চির আশা।


কবিতা আমার কাক ডাকা দুপুরে
কোকিলের কন্ঠে গান,
কবিতা আমার শত বিপদের মাঝে
শক্তি যোগানোর বান।


কবিতা আমার দুঃখী মানুষের
কান্নার আরেক নাম,
কবিতা আমার সুরেলা কন্ঠে
শিল্পীর সেরা গান।


কবিতা আমার যুদ্ধের ঢাল
কলম আমার অস্ত্র,
তাই কলম যুদ্ধ চালিয়ে যেতে চাই
যতদিন না হবো নিরস্ত্র।


কবিতা আমার কবি হৃদয়ের
বয়ে যাওয়া স্রোতের সৃষ্টি,
কবিতা আমার পাঠকের হৃদয়ে যেন
খরার মাঝে বৃষ্টি।


তাই, কবিতার মাঝে বাঁচতে চাই
     ততদিন,
যতদিন, এ দেহে থাকবে প্রাণ।


রচনার সময়: ১৩/৫/২০১৭ইং।
রোজ:শনিবার।
সকাল:৯টা।।