গাড়ী নাই,বাড়ী নাই
নাইতো অনেক আশা,
ভাঙা ঘরে চাঁদের আলোয়
আছে ভালবাসা।


ফ্রীজ নাই,এসি নাই
তাতে কিসের কষ্ট,
ভালবাসা থাকলে পরে
ভাঙা ঘরই শ্রেষ্ঠ।


গরীব আমি হয়ছি তাতে
নাইতো কোন লাজ,
সঠিক পথে আয় করি ভাই
আমার পেশা কাজ।


তুমি ধনি, আমি গরীব
সবাই মোরা মানুষ,
পার্থক্য করে যারা
তাদের নাইতো হুশ।


আমরা সবাই মানুষ রে ভাই
এটাই বড় চেতনা,
সমাজ টাকে গড়তে পারলে
বিদায় নেবে যাতনা।


অনাথ শিশুদের দিকে
দেখ একটু তাকিয়ে,
সবকিছুই তো যাবে ভুলে
তুলবে তোমায় ভাবিয়ে।


কত কষ্ট করছে তারা
রৌদ্র,বৃষ্টি করছে তাড়া,
কারো লাঠি,কারো লাথি
ওদের যেন নিত্যদিনের সাথি।
খেয়ে, না খেয়েও ওদের
দিনতো চলে যাই,
চলো মোরা বিভেদ ভুলে
ওদের পাশে দাঁড়ায়।


ভিক্ষুক,অনাথ, পথশিশু
ওরাও মোদের অংশ,
তুমি যদি মানুষ হও
চাবেনা ওদের ধ্বংস।


তাই চলো সবাই বিভেদ ভুলি
ওদের পাশে দাঁড়াতে,
তাহলেই পারবে তুমি
আদর্শ মানুষ হতে।