বর্ষা এলো,বর্ষা এলো
এই গোধুলী লগ্নে বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
শুকনো মাঠ ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
ধুলো বালি মিলিয়ে দিলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
গরম হাওয়া ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
খরার মাঠে প্রাণ এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার কালো চুল ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
পাখিরা সব নীড়ে এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার চুলের খোপা ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
ফোঁটায় ফোঁটায় বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার কানের দুল ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
মন মাতানো বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার পায়ের নুপুর ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
কলার পাতায় বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার হাতের বালা ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
সবুজ ঘাসে বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
হিয়ার লাল শাড়ি ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
হিয়ার কাছে বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
এবার হিয়াকেই ভিজিয়ে দিলো।


বর্ষা এলো,বর্ষা এলো
হৃদয় মাঝে বর্ষা এলো,
ভিজিয়ে দিলো,ভিজিয়ে দিলো
এবার হিয়া আমায় ভিজিয়ে দিলো।


হে বর্ষা তুমি আবারো এসো
এই গোধুলী লগ্নে,
তোমাকে নিমন্ত্রণ রইলো
আমার হিয়াকে আবারো ভিজিয়ে দিতে।


রচনার সময়: ২৬/৫/২০১৭ ইং
রোজ: শুক্রবার
সময়: রাত ৯ ঘটিকা।