"বেকারত্ব"
বড় নিষ্ঠুর, বড় নির্দয়
এই শব্দটি যেন ঘায়েল করে দিচ্ছে
বহু নিষ্পাপ,তেজী,টগবগে হৃদয়কে।


বেকারত্বের ভয়াল থাবায়
যুব সমাজ যেন
আগুনের লেলিহান শিখার
দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
হালকা মৃদু বাতাস এলে যেন
উহার অতল গহব্বরে নিমজ্জিত হবে।


বেকারত্ব মানুষের জীবনে
এক বিরাট অভিশাপ,
এই শব্দটি ক্ষতবিক্ষত করছে বহু প্রাণকে
ঘর ছাড়া করছে বহু মানুষকে।


বেকারত্বের যাতাকলে
মানুষ নিষ্পেষিত,নির্যাতিত
যার অত্যাচারে মানুষ আজ দ্বারে দ্বারে ঘুরছে
যার আক্রমণ সহ্য করতে না পেরে মানুষ
নিজের জীবনকে রশির মালার কাছে সমর্পন
করতেও দ্বিধাবোধ করে না।


বেকারত্বের হিংস্র থাবায় মানুষ জর্জরিত
বেকারত্বের থাবায় রক্তের প্রতিটি ফোঁটা
হৃদয়ের শুকনো মরুভূমিকে আজ
সাগরে পরিণত করেছে।


ওরা ওই রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে
আার বলছে,
আমাকে বাঁচাও,আমাকে একটি কাজ দাও
আমাকে যদি তুমি একটি তীব্র তাপ সম্পন্ন
আগুনের গুহার দ্বাররক্ষী হিসেবেও নিয়োজিত কর
তবু আমি প্রস্তুত আছি।।


রচনার সময়:২৩/৫/২০১৭ ইং
রোজ: মঙ্গলবার
সময়: রাত ৮ টা।