Sanjay Karmakar
Top Contributor
  ·   ·
ভয় পেয়ে যাই মনকে ভাবাই
সাগর হারায় ভাসবো কিসে!!
আজ যে তুমি তোমার আমি
রক্তে আমার গেছেই মিশে।।


আঁধার ঘন ঝঞ্ঝা তুফান
ঊষর পথের যাত্রী আমি
সাগর বুকে তুফান তোলা  
নয়কো সুখের বুলির পাখি।


নোনায় যে বই নাইরে সুবাস
এক সাগরের দুঃখ বুকে
তোমার ছোঁয়াচ খানিক পারে
স্বস্তি আমায় অনেক দিতে।


(তাই তো)


ভয় পেয়ে যাই মনকে ভাবাই
সাগর হারায় ভাসবো কিসে!!
আজ যে তুমি তোমার আমি
রক্তে আমার গেছেই মিশে।।


অনেক সওয়া অনেক বওয়া
বাইতে তরী সাগর নায়,
কিছুই রে নাই আর চাহিদা
শুধুই তোমার চরণ চায়!!


দিগ্বিদিকের ধূম্র জালে
জীবন যাপন কষ্ট অতি-
তোমার ছোঁয়াচ স্বপ্ন কোমল
শান্তি পানে পায় রে গতি।


(তাই তো)


ভয় পেয়ে যাই মনকে ভাবাই
সাগর হারায় ভাসবো কিসে!!
আজ যে তুমি তোমার আমি
রক্তে আমার গেছেই মিশে।।


(লেখাটিতে তুমি বলতে কবিতা বা সাহিত্যকে বোঝানো হয়েছে)