।           আপনাদের আর্শীবাদ –
   যেন মোর হৃদয়েতে-সদা যেন যায় ভেসে-
           কবিতার দেশে দেশে-
           উড়ে যাই নীলাকাশে-
              কবিতাতে প্রাণ।


    প্রাণ ধরা কবিতায়-মন প্রাণ খুব ধায়-
           লেখনীতে লেখনীতে-
           সেই লেখা লিখে দিন-
         যেন যেন যেন কনোদিন-
             বিচ্ছেদ ভাবনায়-
             যেন প্রাণ কান্নায়-
.
  ভেসে যেন যায় না-দূর যেন হয় না-
              কবিতার প্রাণ।


স্বয়নেতে স্বপ্নেতে-কবিতার দেশে ভেসে-
  আনন্দ গান সনে-কখনো বা কান্নায়,
            দুনয়নে জল ঝড়ে-
            অশ্রুতে প্রাণ ধরে-
             বেদনায় বেদনায়-


যেন প্রাণ ধরা পাখি-কবিতাতে ছবি আঁকি-
          হৃদয়েতে মাখামাখি-
               আনন্দ গান।


   কবিতার সনে প্রেম-কবিতায় লেনদেন-
           লেখনীতে লিখে দিন-
           সেই ছবি এঁকে দিন-


  যেন যেন যেন কনোদিন-বিচ্ছেদ ভাব্নায়-
             যেন প্রাণ কান্নায়-
      ভেসে যেন যায় না-দূর যেন হয় না-
              কবিতার প্রাণ।