বাংলা বানান ভুল নাই। অন্যান্য সব ভাষায় এক শব্দের একই উচ্চারন কিন্তু বাংলা ভাষায় তা হয়না। একই শব্দের নানান উচ্চারন। যেমন শব্দ শইব্দ সইবদ্য হব্ধ হইবদ্য । লেখার আকৃতি প্রকৃতিতে বুঝে নিতে হয় মানে। হিন্দিতেও অনেক রকম উচ্চরণ তথা লিখন। বাংলা ভাষা একটা নয়-শতধায় বিকশিত। কাঁছারে বাংলা আমি তো প্রথমে ভেবেছিলেম চিনা ভাষায় কথা বলছে। মেচ বাংলা শুনেছেন কি! আসলে যেসব ভাষা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি তাতেই এ গোলযোগ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ও এই কথাই প্রকাশ করেছিলেন। বাংলা বানান ভুল নাই। বক্তব্য বুঝলেন কিনা সেটাই আসল। গবেষনা তো চলবেই এব্যাপারে। তবে আমি চেষ্টা করছি সঠিক টাই লিখতে। গুগল ট্রান্সলেটার এর সাহায্য নিচ্ছি বারে বারে। তবে বানান ভুলের জন্য কোনও নবাগত কবিকে বা যে কোনও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা বালখিল্যতার সামিল। অনেক কবি অনেক কদর্য ভাষা ব্যাবহার করেছেন এ নিয়ে যা কাম্য নহে।