(প্রথম খন্ড)  


          হিসাবটা কি সত্যি-বাল্যের যুক্তি-
                 বিচারটা কবে শুরু-
               হৃদ ক্রোধে গুরু গুরু-


   বারো তে না আঠারোতে-যারা পারে প্রাণ নিতে-
                 ক্রুরতায় হিংসায়-
             বারে বারে কেড়ে নেয়-
                      প্রাণ।


         ধর্ষণে মেতে উঠে-ক্রুরতার অবশেষ-
               দয়া মায়া প্রাণে নাই-
                শালীনতা বোধ নাই-
                     নাবালক?


        দূরে ছুড়ে ফেলে দিন -সংঙ্গাটা বোধহীন-
                ভাল করে ভেবে নিন-
                 সীমারেখা নিচে নিন-


        কোন ক্ষমা -কোন ক্ষমা-কোন ক্ষমা নাই-
                কোন ছাড়াছাড়ি  নাই-
        সমাজের দ্বার হতে- যেন কোন অপরাধী-
                   বয়সের গেরোতে-


         যেন ছুটে যায় না-ত্রাণ যেন পায় না-
                আইনটা পার হোতে।


        নির্ভয়া ভয় নাই-মোরা আছি শত ভাই-
              স্লোগানেতে স্লোগানেতে-
     ভরে দেব প্রতি প্রাণে-গানে গানে গানে গানে-
                   সাবালক যুক্তি।


                     (২য়  খন্ড)


       আঘাত হানো আঘাত হানো আঘাত হানো-
               হায়নাদল রক্ত লোল্যুপ-
               শক্ত ছোবল যতই বলুক-


         বাঁধভাঙ্গা ওই কোমল হৃদয়-রাত্রি দিবস –
                      হাতছানি দেয়-
                প্রবল ক্রোধে রক্ত মাতায়-


  ইতিহাসের পাতায় পাতায়-লিপ্ত হবে সেই কাহিনী-
                 জনজোয়ার জাগরণী-


             সেই আগুনে-সেই ফাগুনে-
              হায়নাদলের শেষ কাহিনী-
                  অমর হবে প্রাণ।