প্রাণ দিয়ে গ্রাম বাঁধা-আলোকেতে ভরা
        ধানক্ষেতে ধানক্ষেতে
          সোনা রোদে ধরা।


ওই রবি দেয় হামা-ধান ভরা ক্ষেতে
        যেন ভাল ফসলেতে-
         ক্ষেত যায় ভেসে।  


  জল বারি বৃষ্টি-সদা রাখে দৃষ্টি
        প্রফুল্ল আকাশেতে-
      জল দিতে মাতে ক্ষেতে।.


  আনন্দ গানেতে কৃষকের মন ভাসে
          উল্লাসে উল্লাসে-
               কৃষিকাজে।


  তারি মাঝে স্বপ্নেতে-আশাহত জীবনেতে
         না পাওয়ার বেদনাতে
       পথে ঘাটে ঘুরে ফেরে
                 দুঃখ।.


      কভু অনাবৃষ্টি-কভু অতি ফসলেতে
ঢেলে দিতে হয় পথে-ফেলে দিতে হয় পথে
          না পাওয়ার বেদনাতে-
                  মূল্য।


দুখ সুখে নাই কেউ-ব্যথা হৃদে তোলে ঢেঊ
                 প্রচন্ড
ঘন ভরা সেই দুখে-গতি নাই প্রাণ দিতে
           অভুক্ত ধরা মাঝে-
                   জীবন।