অল্প কিছুদিন হলো গদ্যছন্দে কবিতার প্রয়াস করছি। প্রায় ১৮ টার বেশী লিখে ফেলেছি। সেরকম লেখবার মত বিষয় পেলেই একটা আবেগের তারনায় পদ্যছন্দে গদ্যছন্দে লিখছি। একটা জিনিস লক্ষ্য করলাম গদ্যছন্দে কবিতারা আরও বেশী প্রাণবন্ত হয়ে ওঠে। লেখবার ধারও বেড়ে যায়। খুব ভাল লাগছে এরকম প্রয়াস। শিখতে পারলাম গদ্য আর গদ্যছন্দ একদম আলাদা দুটি বিষয়। আপনারা কি বলেন?