পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মের নামে চলছে মুশলিম সম্প্রদায়ভুক্ত মানুষের ওপর বর্বর হত্যালীলা। ধর্মের নামে কোথাও মুশলিম কোথাও হিন্দু কোথাও খৃস্ট্রান কোথোও বৌদ্ধ ধর্মাবলম্বি মানুষ হচ্ছে নিপীরিত। পৃথিবীর সব ধর্মের মানুষকে করি আমার এ কবিতায় আহ্বান।


।           ধর্ম  মানে বিশ্বাস -ধর্ম মানে প্রেম-
              ধর্ম মানে সম্পৃতি-ধর্ম মানে–
                         ঈশ্বরে লীন।


     ধর্মের বাণী শান্তি শুনায়-রক্ত কভূ ঝড়ায় নাকো-
              ধর্মের নামে মরছে কেন রে-
                       রক্ত শত শত।


        ধর্মের নামে কত শত বলি-সতীদাহ জ্বালাতে-
                     আর্যরা বেঁধে দিল-
                      ধর্মের গেরোতে।


            তারি সাথে বাল্যেতে- বধুসাঁজে  স্তব্ধ-
                       কতশত হল বলি-
                        শত প্রাণ দগ্ধ।


           শীহরিত হই ভয়ে-মন প্রানে জ্বালা ধরে-
                      দুঃখেতে প্রাণ ভরে-
            নিদারূন কষ্টে-জীবনটা ঢেলে দিত-
                        জ্বলন্ত অঙ্গারে।


               শোধনেতে পুষ্টি-পাই কিছু স্বস্তি।


            জীবনের ধারাতে-দেখি রোজ ধরাতে-
                     কত শত বলিপ্রাণ-
                       ধর্মেতে অঞ্জান-


             বহু নানা ধর্মেতে-উল্লাসে প্রাণ মেতে-
                      নিদারুণ যাচনাতে-
                      কাড়িতেছে প্রাণ।


                           ভগবান-
                     দৃস্টি কি তব নাই-
            সৃস্টির সীমানায়-বাঁধভাঙ্গা অন্যায়-
                      শত শত কান্নায়-
                     শিশু কচি দূর্গতি-
                        ধর্মের ধর্ণায়-


        বিবিধেতে ধর্মেতে-কোরানেতে পুরানেতে-
                 কিবা-বাইবেল ত্রিপিটকে-
                   ভালবাসা লেখা আছে-
                        নাই দূরাবৃত্য।


            বিবেকের দংশনে-পুরে মরি হৃদ মনে-
             উদাত্ত আহ্বানে-বলে কবি গানে গানে-
            ধর্মের গোরামিটা-মিটে দাও মিটে দাও-
                     ধর্মেতে প্রাণ মেতে–
                      অমৃত বাণী নাও-


            ধরাতলে শান্তিতে-উল্লাসে প্রাণ মেতে –
                      জীবনটা পেতে দাও-
                         আনন্দগান।