বৃস্টি মানে মিস্টি কথা-সুখ স্বপ্ন বুলি
    বৃস্টি মানে সুখের গান-মধুর তোমার বুলি।
      বৃস্টি গগন সুখের প্লাবন -বৃস্টি ধরা প্রান-
          বৃস্টি বৃস্টি বৃস্টি-আসুক প্রানে-
              ভাসিয়ে দিক প্রান।


                  সুনন্দিতা-
    শিশিরভেজা স্নিক্ত স্নানে-মুক্ত হৃদয়েতে-
            মুগ্ধ আমি ধরার মাঝে -
               তোমায় ভালবেসে।


     বৃস্টিমূখর সৃস্টিগানে তোমার মধুর বিনে-
          ভাসিয়ে ভেলা সুখের দিনে-
              ভালবাসার গানে।


  সেই প্লাবনে হাড়িয়ে গিয়ে -মিস্টি তোমায় চূমে-
             ভালবাসার প্রবাদপ্রতিম-
               গড়ব মোরা ভূমে।


            সুনন্দিতা-বৃস্টি বৃস্টি বৃস্টি-
বৃস্টিসুখের উল্লাসেতে-মনদোলাতে প্রানটি মেতে-
            জড়িয়ে তোমায় শক্ত বাঁধন-
              ভালবাসায় গড়তে চাই-


সেই ভূবনে প্রানের ঝিলিক-বৃস্টিমূখর ভিজতে চাই-
             সুনন্দিতা-হাতটি বাড়াও-
               দুজনাতে বৃস্টি মাঝে-
                 হাড়িয়ে যাই।