গুরুগম্ভীর মেঘমন্দ্রীর বর্ষনগীত মুখরিত ছন্দে
           পুলকিত প্রাণ হল আনজান-
                 না জানি কি-
                     বন্দে-


ঐ ভৈরব আসে জলধীর পাশে- আজিকে দখিনা বায়ে
           আনে অবিরাম অতি মনোরম-
               রিনিঝিনি নূপূরেরি-
                    ছন্দে।


অয়ি মনোহরা অয়ি স্বপ্নকমলস্বর্ণখচিত অয়ি সুন্দর
            অয়ি পবিত্র মহা মাতৃ্রূপা-
                  নবজীবনের-
                    সন্দেশ।


গুরুগর্জনে পুলকিত ধরা-চমকিত শত অশনিসঙ্কেতে
         রিমঝিম রিমঝিম বহে জীব্নধারা-
               চঞ্চল প্রাণ মাতে-
                    উল্লাসে।


বিকশিত প্রাণ কিশলয় দলে-দাবদাহে ছিল বন্দি
            বিদ্যুৎ সনে গুরুগর্জনে-
                আসে প্রাণদাতা-
                   কি ভীষন-
                     ফন্দি।


গুরুগম্ভীর মেঘমন্দ্রীর বর্ষনগীত মুখরিত ছন্দে
           পুলকিত প্রাণ হল আনজান-
                 না জানি কি-
                     বন্দে-


ঐ ভৈরব আসে জলধীর পাশে আজিকে দখিনা বায়ে
           আনে অবিরাম অতি মনোরম-
               রিনিঝিনি নূপুরেরি-
                    ছন্দে।