।         সবুজ যেথা হারিয়ে যায়-করাল সেথা ছায়-
                   ধ্বংস গানের করুণ সে সুর-
                       আকাশ ছেয়ে যায়।


        আকাশ ভুমে মারণ বায়ু-দুরুদুরু কাঁপছে প্রাণ-
                  ভয়াল চোখে দেখছি চেয়ে-
                        ভবিষ্য নিদান।


             বৃক্ষ্ছেদে অশ্রু ঝরে-গরল বায়ু সনে-
                     অস্তমিত প্রাণ বায়ু-
                     যুদ্ধ ভীতি প্রাণে।


           দেশ বিদেশে ডঙ্কা বাজে-ব্রমাস্ত্র প্রাণ-
                     অপলক নয়নতলে-
                        ভবিষ্য নিদান।


            দ্বেষ বিদ্বেষ জর্জরিত-মানবতার হানি-
                  দেখছি চেয়ে-করাল ছায়ে-
                       ধ্বংস গাঁথা বাণী।


             ধ্বংস গানে সৃষ্টিনাশে-বইছে জলবায়ু-
                 করুণ সে দিন অপেক্ষাতে-
                          ধ্বংস প্রাণবায়ু।


            সবুজ যেথা হারিয়ে যায়-করাল সেথা ছায়-
                   ধ্বংস গানের করুণ সে সুর-
                         আকাশ ছেয়ে যায়।