।                      (I)
  সুনন্দিতা - গাওনা গান -ভরুক প্রাণ -
            মিস্টি সুরের কলি-
        আদর করে সোহাগ মেখে -
           মিস্টি তোমায় বলি-


সেই সুরেতে হারিয়ে গিয়ে-হৃদয় মদিরায়-
         জড়িয়ে তোমায় শক্ত ভূমে-
             প্রেমের দরিয়ায়।


অনেক দূরের স্বপ্ন প্রাণে-হারিয়ে গিয়ে তোমার বীণে-
          হৃদ সাগরের পান্না মতি -
            আনবো আমি তুলে।


  সুনন্দিতা গাওনা গান- হোকনা শীতল তপ্ত প্রাণ-
                 সে সুর প্লাবনে-
         বইছে বাতাস -প্রেমের হাওয়ায়-
               এই ভরা শ্রাবণে।


      সুনন্দিতা - গাওনা গান -ভরুক প্রাণ -
               মিস্টি সুরের কলি-
          আদর করে সোহাগ মেখে -
              মিস্টি তোমায় বলি-


                    (II)


   প্রেম সুধাতে ভেসে গিয়ে হৃদয় মদিরায়-
            স্বপ্ননীলে তোমার দেশে
           মনটি আমার হারিয়ে যায়।


    সুনন্দিতা তোমার দেশে-আমার বিচরণ-
         গধূলিবেলায় আলোক ধারায়-
             মাতলো যে মোর মন।


     সেই ভূবনে প্রেমের গানে-দীপ্তি মহিমায় –
            আলিঙ্গনে তোমায় চুমে-
               মন যে আমার-
                 হারিয়ে যায়।


স্বপ্নসুখে তোমার দেশে-দিব্যলোকের আলোক বারি-
               সুনন্দিতা -এই ভুবনে-
                   তোমায় ছারা-
                   বইতে নারি।


                        (III)


                     সুনন্দিতা-
      আর কতকাল আর কতকাল-অপেক্ষা-
             হৃদয়টা ভগ্ন জীবনটা নগ্ন-
                     উপেক্ষা-
           আর কতকাল আর কতকাল-
                 দূরে সরে থাকা-


                এসো মোর হৃদে-
      সঙ্গীতে সঙ্গীতে -মাদলেতে ধরা প্রাণে-
              বয়ে আনো প্রেমগানে-
                  চূম্বনে চূম্বনে-
                   ভালবাসা-


                  সুনন্দিতা-
        আর কতকাল আর কতকাল-
                  অপেক্ষা।
         আর কতকাল আর কতকাল-
               দূরে সরে থাকা।


               ভালবাসা হৃদে-
      প্রেম কিবা প্রীতে-জীবনেরি গীতে-
              তব রাগ  সঙ্গীতে-
                 ধরা দাও।


    ধরা দাও ধরা দাও-কথা কও কথা কও-
                তব নীড় মাগি-
                 হৃদয়েয় দাবি-


          ভোর কিবা রাত-ব্ৎসর মাস-
                   অপেক্ষা।
          আর কতকাল আর কতকাল-
               দূরে সরে থাকা।


             সুনন্দিতা-শুনিতে কি পাও-
                 আহ্বান উদাত্ত।