।         মা তুমি জন্ম দিলে মাটির কোলে
                       মা তুমি জন্ম দিলে মাটির ছেলে,
          মাটির সোঁদা গন্ধে ভেসে-
                       অচিনপুরের আজব দেশে
          রুপকথারই স্বপ্নলোকে; হৃদয় আমার-
                       যায় যে ভেসে।


     মা তুমি জন্ম দিলে; মা তুমি স্বপ্ননীলে;
        
          তোমার দানের বিদ্যেবুলি
                       তোমার স্নেহের কথার বুলি
             নিত্য নতুন ছন্দ তুলে;
                         বিকশিত কাব্যে।


        মা তোমার শাসন যত
                      সবই লাগে স্নেহের মত;
            
        তোমার ঐ লাঠির ঘা
                      এখন বড়ই অভাব মা
       অশ্রুভরা সজল চোখে
                 মন ভেসে যায় তোমার লোকে,
                       তুমি উপমা।


        মা আমি তোমায় পুঁজি
                     সবার মাঝে তোমায় খুঁজি
        মা তুমি হীরকজ্যোতি-
                      এক ও অনন্যা।