(আজ দূপুরে আড্ডাতে লেখা
নির্ভ্য়া ধর্ষনকান্ডে আসামিদের ফাঁসির নির্দেশ)


,        আজি আনন্দে আনন্দে ভরা প্রাণ-
         আজি আনন্দে আনন্দে ভরা প্রাণ-
                সাঁজা পেল শয়তান-
            তাহি উল্লাসে মাতে প্রাণ-
                জয়গান জয়গান –
                     বিচারের।


  সে ধ্বনি ভাসে আকাশেতে-ভাসে বাতাসেতে-
         বৃখ শাখ মহীরুহে-লতায় পাতায়-
               আনন্দ রব গানে-
            ছুঁয়ে গেল মনে প্রাণে-
                     অপার।


        নির্ভয়া ভয় নাই-মরমটা মরে নাই-
             মোরা আছি শত ভাই-
             শত প্রাণে শত পণে-
                  আজি কথা –
                  দিয়ে যাই-


    শয়তান যারা আছে-সমাজেতে ওঁত পেতে-
             ঘুরে ফেরে পথে ঘাটে-
              ক্ষমা নাই ক্ষমা নাই-


    দিনান্তে প্রাণেতে-সাঁজা পাবে ফাঁসিকাঠে –
                    আবিরত।


“ভালোবাসা”


স্বপ্নেরি ফেরিয়ালা-মন দেশে ভেসে চলা-
           হৃদয়েতে হৃদয়েতে-
           শত প্রাণ শত মেতে-
                ভালবাসা।


স্বপ্নেরই দেশে ভেসে-দূর নীল গগনেতে-
          ভেসে গিয়ে পবনেতে-
               ডানা পাখা-
                 উদ্দীন।


জীবনের গান গেয়ে-প্রদীপ্ত আলো করে-
           হৃদয়েতে হৃদয়েতে-
           মন প্রাণ তন মিলে-
                ভালবাসা।


বহু দূখ সুখ সনে-বহু আশা ভাষা সনে-
          কুঁহু কুঁহু ধরা তানে-
           তনমনে তনমনে-
              মিলেমিশে-
               একাকার।


স্বপ্নেরি ফেরিয়ালা-মন দেশে ভেসে চলা-
         হৃদয়েতে হৃদয়েতে-
         শত প্রাণ শত মেতে-
               ভালবাসা।