আজিকে শুধুই কাব্যে কথা বলি-
হৃদয় মাঝে এলোমেলো হরেক চিন্তাগুলি-
       ছন্দে ছন্দে সাজিয়ে ফেলে-
        আবির রাঙ্গা রং মিশিয়ে –
           কবিতাতে অঞ্জলি-

      আজকে শুধুই কাব্যে ক্থা বলি।


সুর্যদয়ের সেই প্রভাতে-আগুনরাঙ্গা রং ছড়িয়ে-
            গগন শোভা অভিরাম-
            তৃপ্ত নয়ন হৃদয়তলে-
         আলোকশোভার সেই প্লাবনে-
                হৃদয় মাতে-
                সুর্য প্রনাম।


মধ্যগগন সুর্য যখন-বিবিধ কাজে ব্যাস্ত জীব্ন-
           তপ্ত রবির মূচ্ছ্নাতে-
        হাঁসফাঁষেতে জীব্ন ছোঁটে-
         প্রান ধারা তে তপ্ত মন-
           জীব্ন বহে অবিরাম-
    
        যেমন কাজ তাই পরিনাম –


        সন্ধ্যা সাঁজে সে ফুল ফোঁটে-
        আলোক ছায়ে জীবন ছোঁটে-
               প্রেম বায়ুতে-
               মাতলো মন-


সুখ দুখখ জীবন মাঝে-রং ছরিয়ে আপন সাঁজে-
               জীবন মাঝে-
                  নিরন্তর-
   দুখেতে গ্লানি নাই -শোক তাপ পরিতাপ-
            সুখ সনে প্রান সদা -
                  নিরহঙ্কার


আজিকে ভাই মনটি মেতে-কবিতারি আসরেতে-
          শুধুই কাব্যেতে কথা বলি-
            প্রান খুলে মন খুলে –
            কবিতাতে অঞ্জলি।


-