মাঝে মাঝেই গোলযোগে-আসরটা যে হারিয়ে যায়-
কবিমনে কালোছায়া-ভীষনতর কান্না পায়।
হিসেব কেমন বুঝতে নারি-বাইরে থেকে আসর গেলে-
সব কবিকেই পাওয়া যায়-
সব কবিরই সব কবিতাই-দুই চোখেতেই দেখা পায়-
তাইলে পরে লগ ইন করে-তারা কেন হাড়িয়ে যাবে-
আজব দেশের-সুদূর কোনে-সিদুঁর মেঘের সেই প্লাবনে।
নিত্য সকাল ধূপ সে জ্বালি-আলোক বরন হৃদ-
দুহাত জুরে লগ ইন করি-কবিতা সুহৃদ।
আকাশ জো লো মেঘলা মতি-গোলযোগে ফাঁদে-
এমন করে কন্না দিয়ে-হারিয়ে কেন যাবে?