কেউ বলে পথশিশু,  কেউ বলে টোকাই,
ফেলে দেয়া বোতল কুড়াই, ছালা নিয়ে যাই।
এক হাত ধরে রাখি, ছালা কাঁধে ঝুলে,
ময়লায় ফেলা ভাঙ্গারি মাল, কুড়িয়ে নেই তুলে।
সারাদিন ঘুরে ফিরে, যখন ছালা ভরে,
মাথায় নিয়ে জমা দেই, মহাজনের ঘরে।

কাঁধের ছালা আমার নয়, মহাজনের ছালা,
ছালা কাঁধে শহর ঘুরে, কাটে আমার  বেলা।
ক'টা টাকা মালিক দেয়, খাবার কিনে খাই,
একটা মাত্র ময়লা প্যান্ট, অজু গোসল  নাই।
ফেলে রাখা ওয়াসার পাইপ, আছে রাস্তায় পড়ে,
এটার ভেতর থাকি আমি, সারা বছর ধরে।

কোথায় আমার বাবা মা, কিছুই  জানি না,
ছিন্নমূল টোকাই আমি, কাউকেই চিনি না।
যখন আসে ইদের দিন, পরের বাড়ি যাই,
দান খয়রাত কিছু পেলে, রাস্তা ঘাটে খাই।
শহরে কেউ খাবার দেয় না, খালি বোতল পাই,
ইদের দিনেও বোতল নিতে, ছালা কাঁধে নিই।

আমার মতো ছিন্নমূলরা, আামার কষ্ট বোঝে,
রোগ বালাইয়ে পড়ে থাকি, আসে আমার খোঁজে।
রাখে যখন কপালে  হাত, গরম তাপ পায়,
তার মনেও কষ্ট  নিয়ে, ট্যাবলেট আনতে যায়।
ছিন্নমূল টোকাই হলেও, তারও টান আছে,
পাইপের ভেতর ছিন্নমূলরা, এটা নিয়েই বাঁচে।

পথে ঘাটে চলার পথে, যখন দেখা পাও,
তারও আছে শিশুর মন, ভালো বলে যাও।
ভালো কথা শুনে যখন, আনন্দ সে পায়,
বিনা পয়সায় খুশি মনে, তার কাজে যায়।
টোকাই বলে অকারণে, না যেন পায় কষ্ট,
তোমার কথায় শিশুর মন, না হয় যেন নষ্ট।