সারি সারি তাল গাছ, শক্ত ভাবে দাঁড়িয়ে,
আকাশ পানে তুলছে মাথা,সব গাছ ছাড়িয়ে।
অনেকগুলো ডানা তার, ছাতা হয়ে থাকে,
দাঁড়াবে যে গাছের গোড়ায়, ছায়া দিয়ে রাখে।
যত আসুক ঝড় তুফান, এক বিন্দুও নড়েনা,
বানের ধাক্কা সামলে নেয়, জায়গা থেকে সরেনা।


গোছা গোছা ধরে ফুল, ছড়া ছড়া তাল,
এক ছড়াতে অনেক থাকে, পেকে হয় লাল ।
বৈশাখ মাসে ধরে তাল, ভাদ্র মাসে পাকে,
একটা একটা ঝরে পড়ে, কুড়িয়ে নেই তাকে।
চিপে চিপে ছাড়ায় রস, সে তো অনেক সোজা,
তালের পীঠা তালের রস, খেতে ভারী মজা।


থোকা থোকা কাঁচা তাল, কেটে নিচ্ছে ছেটে,
তাল শাসের অনেক দাম, তাইতো নিচ্ছে কেটে।
শহর জুড়ে অনেক যায়, কাঁচা তালের ছড়া,
রিকশা ভ্যানে কিনতে পায়, তার ক্রেতা যারা।
কাঁচা তাল বেশি যায়, স্কুল কলেজের গেটে,
আরো অনেক বেশি চলে, মেলায় খোলা মাঠে।


তাল গাছ পাখির বাড়ি, বাবুই বাঁধে বাসা,
প্রতি পাতায় বাঁধে বাসা, বাসায় থাকে ঠাসা।
বাবুই পাখির স্বপ্নে ঘেরা, স্বপ্ন নিয়ে বুনে,
চিকন পাতার কঠিন প্যাচ, ঠোঁটৈ লাগায় গুনে।
তাল পাতায় ঝুলে বাসা, দেখতে চমৎকার,
এমন সুন্দর কারুকাজ, কাড়ে মন সবার ।


তাল কাঠ অনেক শক্ত, অনেক কাজে লাগে,
সবচেয়ে বেশি কাজে লাগায়,ঘর বাড়িতে আগে।
তাল গাছ বজ্র ফিরায়, ফিরায় ঝড় তুফান,
তার গুণেই বেঁচে যায়, অনেক লোকের প্রাণ।
এতো দরকার তাল গাছের, তবে কেনো হেলা?
নিজ উদ্যোগে লাগাই গাছ, কাটোক একটা বেলা।