মনের গহীনে তার প্রেম যদি আসে,
থাক না  দূর সীমায় যাকে ভালোবাসে।
হাতের মুঠোয় এসে পৃথিবীটা ঘুরে,
মনের স্বপ্নটা তাকে নিয়ে যায় দূরে।


ধন-দৌলতের আশা, সব তুচ্ছ করে,
মনের স্বপ্নটা তার দিন-রাত ঝরে।
তার মনে নবপ্রেম করে আনাগোনা,
প্রেম ছাড়া বাকি সব করে তুলোধুনা।


স্বপ্নটা ছড়িয়ে যায় সারা বিশ্বময়,
ভেঙ্গেচুরে করা চাই প্রেমটাকে জয়।
এমন আশায় যায় ভেসে তার ভেলা,
নবপ্রেম করে যায় দিন-রাত খেলা।


আকাশটা হাতে পায় সাথে নিয়ে চলে,
স্বপ্নের সকল কথা তার কাছে বলে।
স্বপ্নাকাশে উড়ে চলে মিটিমিটি তারা,
উলুবনে দিনরাত প্রেমে দিশেহারা।


প্রেম দ্বারে উঁকি দেয় করে হাঁটাহাঁটি,
সুখ স্বপ্ন তার মনে আঁটি বাঁধা ঘাঁটি।
ঝুম বৃষ্টি ধুমধাম সব তার খাসা,
স্বপ্ন জুড়ে থাকে তার শুধু ভালোবাসা।


স্বপ্ন এসে প্রেম দিয়ে মনটা সাজায়,
স্বপ্নগুলো তার মনে দু'তারা বাজায়।
প্রেমানলে কষ্ট ভুলে মন শুধু হাসে,
তার কাছে পড়ে থাকে যাকে ভালোবাসে।