সাগর জলে এই মন ছিলো এলোমেলো,
মনপুরা দ্বীপে এসেই মন ভরে গেলো।
দ্বীপবাসীর সহিষ্ণুতায় মন প্রাণ দোলে,
সকল ক্লান্তি ভুলে গিয়ে যায় মন খুলে।


মেঘনার মোহনাতেই দ্বীপের অবস্থান,
সাগরের মিলনস্থলে সৃষ্টিকর্তার দান।
দ্বীপ রেখার চারিদিক জলে ভরা বলে,
মনের তরী ছুটে চলে  থৈ  থৈ  জলে।


দিন ও রাতে দুইবার জোয়ার আসে যায়,
জোয়ার এলে দ্বীপবাসী কূলে নাও বায়।
জলজ্যান্ত মাছ ধরেই দিন রাত কাটে,
নাও ভরা মাছ নিয়েই উঠে আসে ঘাটে।


দৃষ্টিনন্দন  সী বীচের লোভনীয় বায়ু,
প্রশান্তির ঢেউটা তুলে বেড়ে যায় আয়ু।
হাওয়া খেতে কতো লোক এই দ্বীপে আসে,
প্রাণ দিয়েই মনপুরা লোকে ভালোবাসে।


প্রাণবন্ত শীতল জল টলমল করে,
সাঁঝ-সন্ধ্যায় ঘাটে গিয়ে হাতে হাত ধরে।
ভ্রমণকারী দ্বীপে এসে হাঁটুজলে মিশে,
সকাল-সন্ধ্যা জলে হেঁটে সব কষ্ট পিষে।


ছুটে এসে মনপুরায় প্রাণ ফিরে পায়,
গলা ফাটা সুর তুলেই গান গেয়ে যায়।
ঢেউ দেখেই মন বলে আরো থাকা চাই,
মনপুরায় বিরক্তিটা একেবারেই নাই।