একদল পাতি হাঁস, জলে  দিলাম ছেড়ে,
চিক চিক করে  জল,  পাতি হাঁস ঘুরে।
বিশাল আকার জলাধার,  অল্প ক'টি হাঁস,
দল বেঁধে  ঘুরে  হাঁস, ঘুরে আশপাশ।
ডান বাম যেদিকে যাক, দল থেকে সরেনা,
এত বড় জায়গা পেয়েও, একা হাঁস ঘুরেনা।
যদি কেউ তাড়া দেয়, অল্প দূরে যায়,
তাড়া খেয়েও ফিরে দেখে, দল সাথে নেয়।
বেলা ডুবে সন্ধ্যা হলে, টানে এসে বসে,
জল থেকে টানে উঠলেও, গায়ে গায়ে মিশে।

পাড়ে এসে ছাড়ে ডিম, দিনে থাকে জলে,
কিছুক্ষণ  পর টানে উঠে, ঘুরে ক্লান্ত হলে।
জলে  নেমেও খাবার খু্ঁজে, ময়লা শেওলা খায়,
যখন করে ছুটাছুটি,  গোসল করে যায়।
ডাঙ্গার হাঁস যখন  আমরা, জলের উপড় ছাড়ি,
জলের  নিচে মাথা ডুবায়, তুলে দেয় ঝাড়ি ।


আমার  মনে ভাবনা আসে, হাঁসের দল দেখে,
এদিক ওদিক কোথাও  যায়না, কাউকে একা রেখে।
মানুষ  যখন কোন কাজ, দলবেঁধে  করে,
হউকনা যত কঠিন কাজ, শেষ করেই ছাড়ে।