কবি তুমি রবি হও আঁকো জলছবি,
হও তুমি জলে ভাসা শরতের রবি।
জ্ঞান দিয়ে গুণী হও ঝেড়ে ফলো ক্রোধ,
মন ভরে ক্রোধ রেখে হারিও না বোধ।


আজ কোন মেঘ নেই আকাশের গায়,
ঘন নীল আকাশটা খালি দেখা যায়।
নীলাদ্রি লেক ঘেঁষে যত নাও ভাসা,
যাত্রীদের সব আশা নীল জলে ঠাসা।


শরতের রূপ দেখে নীল জল হাসে,
সুখ নিতে ছুটে আসে যারা ভালোবাসে।
সারি বাঁধা বৃক্ষরাজি নীল জল ঘেঁষা,
নীলাদ্রির কূল ঘেঁষা জলছায়া মেশা।


রাঙা রবি দিয়ে যায় ঝলমলে রূপ,
কবি তুমি কেনো আজ ঘরে বসে চুপ?
নীলাদ্রির সাঁঝ দেখে সুখ তুলে নাও,
মন ভরে নিয়ে যাও যত সুখ চাও।


নীলাদ্রির জল ঘেঁষে গাঙচিল উড়ে,
দলবেঁধে গাঙচিল আসে ঘুরে ঘুরে।
শরতের এই দিনে নীলাদ্রির হাসি,
নীল জল রাঙা রবি আছে পাশাপাশি।


কবি তুমি ঘরে বসে কাটিও না আর,
নীলাদ্রি গিয়ে দেখো শরতের দ্বার।
যার মনে যত থাক ক্রোধ আর ভুল,
মন প্রাণ ভরে দেবে নীলাদ্রির কূল।